পজিশন ট্রেডিং
পজিশন ট্রেডিং হচ্ছে দীর্ঘ-কালীন ট্রেডিং স্টাইল যাতে ফান্ডামেন্টাল সম্পর্কে ভালো ধারনা থাকতে হয়, ব্যাতিক্রমধর্মী সাহস ও তারসাথে ভালো দূরদর্শিতা যে লং-টার্মে প্রাইস কিভাবে ওঠানামা করতে পারে। এটি এমন ট্রেডিং স্টাইল অতি সাহসী এবং অনেক ধৈর্যশীল ট্রেডারদের জন্য, তারা যারা তাদের উপযুক্ত পুরস্কার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে দ্বিধাবোধ করেনা।
পজিশন ট্রেডারদের মূল লক্ষ্য থাকে শর্ট-টার্ম মার্কেটের ওঠানামার চেয়ে মূল ট্রেন্ড থেকে লাভ নেয়ার।
সাধারনত, পজিশন ট্রেডাররা শুধু অত্যন্ত চালাকই নয়, বড়ং অনেক ধনীও বটে। বড় ধরনের পতন এবং প্রাইসের সুইং থেকে বাচতে, যেকোনো পজিশন ট্রেডারের বড় পরিমাপের অ্যাকাউন্ট থাকা লাগে।
পজিশন ট্রেডাররা হচ্ছে স্বাধীন চিন্তার মানুষ। তারা তাদের নিজেদের প্রত্যয়ের ওপর চলে এবং মার্কেটের র্যান্ডম ওঠানামাকে নজরান্দাজ করে যা কম আত্মবিশ্বাসী ট্রেডারদের ভয়ে ফেলে দেয়।
একজন ট্রেডারের উদাহরন
সবচেয়ে সমৃদ্ধশালী মার্কেটে অংশগ্রহণকারীদের মধ্যে যারা লং-টার্ম ট্রেড করে তাদের কথা চিন্তা করলে প্রথম নামটি আসে ওয়ারেন বাফেটের। তিনি একজন কিংবদন্তি এবং বিশ্বের সবচেয়ে ধনীদের মধ্যে একজন। ২০০২ সাল থেকে তাকে সকলে সবচেয়ে সফল বিনিয়োগকারী এবং এফএক্স মার্কেটে পজিশন ট্রেডার হিসেবে চেনে। সেসময় বাফেট ইউএস ডলার সেল করেছিলো এই বলে যে এটা পড়বে কারন আমেরিকার ট্রেডে ঘাটতি হচ্ছে। পরবর্তী কয়েক বছর তার জন্য সফল ছিলো, কিন্তু ২০০৫ সালে ইউএস কারেন্সি ওপরে ওঠে এবং বাফেট তার ইউএসডির পজিশনগুলো থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরফলে, সে তার ট্রেডে $২ বিলিয়ন আয় করে। ২০০৫ সালে ইউএসডি যদি না বাড়তো, তাহলে তার লাভ আরও $১ বিলিয়ন বেশী হতো।
এই সেকশনের অন্যান্য আর্টিকেল
- Ranges
- Chart patterns
- Uncovering Gann indicators
- How to create your own trading strategy?
- ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
- Trend trading
- ট্রেন্ড ট্রেডিং
- ক্যারি ট্রেড
- সুইং ট্রেডিং
- ডে ট্রেডিং
- স্ক্যাল্পিং
- ট্রেডিং স্টাইল এবং স্ট্রাটেজি
- সাইকোলজি
- ফিবোনাচ্চি ট্যুলস
- Trader's psychology
- Identifying market’s reversal
- ক্যান্ডেলস্টিক
- ট্রেন্ড
- মার্কেটের অবস্থাঃ ট্রেন্ড এবং রেঞ্জ