সম্মানিত গ্রাহকগন!
আপনাদের অবগত করা হচ্ছে যে বড়দিন এবং নতুন বছরের উৎসব উপলক্ষে, ট্রেডের সময়সূচী পরিবর্তন হবে।
বুধবার, ২৪শে ডিসেম্বর, ২০১৪ – ট্রেডিং সেশন ক্লোজ হবে টার্মিনাল সময়ের ১৯:০০ (জিএমটি +২) ঘটিকায়।
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০১৪ – ট্রেড বন্ধ থাকবে।
শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০১৪ – টার্মিনাল সময়ের ০৯:০০ (জিএমটি +২) ঘটিকায় ট্রেড চালু হবে
বুধবার, ডিসেম্বর ৩১, ২০১৪ – ট্রেডিং সেশন ক্লোজ হবে টার্মিনাল সময়ের ১৯:০০ (জিএমটি +২) ঘটিকায়।
বৃহস্পতিবার, জানিয়ারি ১, ২০১৪ – ট্রেড বন্ধ থাকবে।
শুক্রবার, জানুয়ারি ২, ২০১৪ – টার্মিনাল সময়ের ০৯:০০ (জিএমটি +২) ঘটিকায় ট্রেড চালু হবে।*
উপরোক্ত দিনগুলোতে, ঐতিহ্যগতভাবে মার্কেটে কম লিকুইডিটি এবং উচ্চ ভলাটিলিটির কারনে, ট্রেডিং কন্ডিশন এবং মার্জিনের প্রয়োজনের শর্তাবলীতে পরিবর্তন আসতে পারে।
* লক্ষ্য করবেন, আমাদের কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট জানুয়ারি ২ হতে কাজ শুরু করবে, ফাইনান্স্যিয়াল ডিপার্টমেন্ট – জানুয়ারি ৫ হতে।
FBS এর পক্ষ হতে বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা! আপনার আসামান্য অর্জন এবং সুখ কামনা করছি!