ক্রিপ্টোকারেন্সির লট সাইজে পরিবর্তন
২০ই ডিসেম্বর, FBS কয়েকটি ক্রিপ্টোকারেন্সির লট সাইজে পরিবর্তন আনবে। নতুন শর্তাবলী ড্যাশ, ইথারিয়াম, এবং লাইটকয়েন ট্রেডিঙে প্রয়োগ করা হবে।
আপডেটকৃত লট সাইজঃ
• ড্যাশঃ ১ এর পরিবর্তে ১০
• ইথারিয়ামঃ ১ এর পরিবর্তে ১০
• লাইটকয়েনঃ ১ এর পরিবর্তে ১০০
ক্রিপ্টোকারেন্সিতে ভলাটিলিটি কারনে লট সাইজে পরিবর্তন আনা হয়েছে। এটা আপনাকে ইন্সট্রুমেন্টের ওপর নির্ভর করে নিজের লাভকে ১০ অথবা ১০০ গুণ বৃদ্ধির সুযোগ করে দেবে।
লক্ষ্য করবেন যে যেসকল পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে তা কার্যকর হবে শুধু ২০ ডিসেম্বরের পরে ওপেন হওয়া ডিলের ওপর। এসকল কন্ট্রাকে ২০ই ডিসেম্বরের আগে যেসব ডিল ইতিমধ্যে ওপেন করা হয়েছে তা পরিবর্তনের আওতায় পড়বে না।
এসব ডিলের কমিশন সাইজে কোন পরিবর্তন হয়নি। FBS এরসাথে ক্রিপ্টোকারেন্সি ট্রেড করুন ও নিজের লাভ বাড়ান!