RBNZ রেট স্টেটমেন্ট
রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড তার ইন্টেরেস্ট রেট এমটি সময় ২২:০০ ঘটিকায় ঘোষিত করবে। আগেরবার RBNZ তার অফিসিয়াল ক্যাশ রেট ১.৭৫% করেছিলো এবং এর নিশ্চয়তাও দিয়েছিলো যে তা বহাল রাখবে যতক্ষণ না নিউজিল্যান্ডের অর্থনীতির উদ্দীপনার প্রয়োজন না হয়। কিউই এধরনের ইভেন্ট খুবই সংবেদনশীল হয়ে থাকে। তাই, RBNZ এর প্রকাশনাকে কাজে লাগানোর সুযোগ এবার হাতছাড়া করবেন না!